৩ দিনে ৭৭০০ টাকা অবধি কমল সোনার দাম, কলকাতায় আজ রুপো কত?

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) মিলল স্বস্তি। হু হু করে কমে গেল সোনা ও রুপোর দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর কয়েক দিনের…

Gold and Silver Prices Today, January 27, 2025: Check the Latest Rates in India

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) মিলল স্বস্তি। হু হু করে কমে গেল সোনা ও রুপোর দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। সেইসম্য কিছুটা হলেও বাড়তে পারে সোনা কিংবা রুপোর দাম মনে করা হচ্ছে।

আপনারও যদি বাজেট কম থাকে তাহলে এখন সময়টা আপনার পক্ষে অনুকূল। চাইলে আজ শুক্রবার ২৩ আগস্ট কিনে নিতে পারেন সোনার গয়না। কারণ আজ কলকাতা শহর সহ বহু রাজ্যে হুড়মুড়িয়ে কমেছে সোনার দাম। শুধু সোনার দাম বললে ভুল হবে, রুপোর দামও কমেছে। আর এই নিয়ে লাগাতার ৩ দিন নিম্নমুখী থাকল সোনালী ধাতুর দাম।

   

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে বিশেষ করে কলকাতা শহরে আজ ২২, ২৪ এবং ১৮ ক্যারটে সোনার রেট কততে যাচ্ছে? তাহলে জানিয়ে রাখি, এদিন শহরে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬৬,৬০০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ২০০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৬,৬৬,০০০ টাকায়।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। জানা গিয়েছে, শুক্রবার কলকাতায় ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ২২০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭২,৬৫০ টাকায়। এছাড়া ২৪ ক্যারটে ১০০ গ্রাম সোনার দাম ২২০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৭,২৬,৫০০ টাকায়।

এর পাশাপাশি আজ ১৮ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ১৭০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৪,৪৯০ টাকায়। এছাড়া ১০০ গ্রামের দাম ১৭০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫,৪৪,৯০০ টাকায়। আজ সোনার পাশাপাশি ব্যাপক কমেছে রুপোও।

আজ তিলোত্তমায় ১০০ গ্রাম রুপোর দাম ৩০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৬৭০ টাকায়। এছাড়া এক কেজি রুপোর দাম ৩০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৮৬,৭০০ টাকায়।