২৪ ক্যারটে ৩৮০০ টাকা অবধি কমল সোনার দাম, হুড়মুড়িয়ে পড়ল রুপোও

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক। আপনিও যদি আজ শনিবার ২০ জুলাই কলকাতা শহরে সোনা বা রুপো কিনতে যাওয়ার পরিকল্পনা করে…

Gold, Silver Prices Today: Gold Falls After Record High on MCX, Silver Eases Slightly

সপ্তাহান্তে সোনা ও রুপোর দামে (Gold Silver Price) বিরাট চমক। আপনিও যদি আজ শনিবার ২০ জুলাই কলকাতা শহরে সোনা বা রুপো কিনতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুখবর।

জানলে খুশি হবেন, এদিন শহরে হুড়মুড়িয়ে সোনার দাম কমল। সেইসঙ্গে দাম কমেছে রুপোরও। বিগত কয়েকদিন ধরে এই দুই ধাতুর দামে নতুন নতুন রেকর্ড চোখ পড়ছিল। তবে আজ শনিবার সপ্তাহান্তে এবং বিয়ের মরসুমের মাঝেই হুড়মুড়িয়ে সোনা ও রুপোর দাম কমে গেল। জানলে চমকে যাবেন, তিলোত্তমায় ৩৫০০ টাকা থেকে ৩৮০০ টাকা অবধি কমেছে।

   

জেনে নিন আজ শহরে ২২, ২৪ এবং ১৮ ক্যারটে সোনার দাম কত। জানা গিয়েছে, ২০ জুলাই শহরে ৮ গ্রাম সোনার দাম ২৮০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৫৪,২৪০ টাকায়। অন্যদিকে ১০ গ্রামের দাম ৩৫০ টাকা অবধি কমে ৬৭,৮০০ এবং ১০০ গ্রামের দাম ৩৫০০ টাকা অবধি কমে ৬,৭৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। আজ শহরে ৮ গ্রাম সোনার দাম ৩০৪ টাকা কমে ৫৯,১৭৬ টাকায়, ১০ গ্রামের দাম ৩৮০ টাকা অবধি কমে ৭৩,৯৭০ এবং ১০০ গ্রামের দাম ৩৮০০ টাকা অবধি কমে ৭,৩৯,৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানেন ১৮ ক্যারটের দাম কত? তাহলে আর দেরি না করে জানিয়ে রাখি, শহরে ৮ ক্যারটে ২২৪ টাকা অবধি কমে ৪৪,৩৮৪, ১০ গ্রামে ২৮০ টাকা অবধি কমে ৫৫,৪৮০ এবং ১০০ গ্রামের দাম ২৮০০ টাকা অবধি কমে ৫,৫৪,৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম ১০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৩১৫ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ১০০ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে ৯৩,১৫০ টাকায়।

Advertisements