দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে গয়না ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। কারণ গত কয়েক দিনে সোনার দাম (Gold Price) লাগাতার পতনের মুখে পড়েছে। আজ, ১৯ সেপ্টেম্বরও সোনার বাজারে সেই ধারা অব্যাহত রয়েছে। শুধু সোনা নয়, রুপোর দামও কমেছে। ফলে গহনা কেনার পরিকল্পনা যাঁদের ছিল, তাঁদের কাছে এই সময়টি একেবারেই সোনার সুযোগ।
আজ শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম দাম রয়েছে ১১ হাজার ১১৬ টাকা। একইসঙ্গে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৬০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম এখন ১১ লক্ষ ১১ হাজার ৬০০ টাকা। একদিনেই ১০০ টাকা কমেছে ২৪ ক্যারেট সোনার দাম।
২৪ ক্যারেট সোনা সাধারণত খাঁটি সোনা হিসাবে ধরা হয়। গহনা বানানোর ক্ষেত্রে যদিও বেশিরভাগ সময়ই ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়, কিন্তু খাঁটি সোনা বা ইনভেস্টমেন্ট গোল্ড কিনতে আগ্রহীদের কাছে এই দামের পতন বিশেষ স্বস্তি এনে দিয়েছে।
আজ ২২ ক্যারেট সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনার দাম ১০ হাজার ১৮৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৮৯০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১০ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকা।
সোনার পাশাপাশি রুপোর দামও আজ কমেছে। বর্তমানে ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকা। এখানেও একদিনে ১০০ টাকা কমেছে দাম। রুপোর বাজারেও এই পতন বিনিয়োগকারীদের এবং গয়না ক্রেতাদের কাছে বাড়তি সুবিধা এনে দিয়েছে।