হু হু করে বাড়ছে সোনার দর, আজ ১ গ্রামে কত বেশি দিতে হবে জানুন

বিয়ের মরশুমে সোনার দামের ওঠানামা যেন থামার নামই নিচ্ছে না। কখনও হঠাৎ দাম বাড়ছে, আবার কখনও সামান্য নিম্নমুখী হয়ে ক্রেতাদের মুখে হাসি ফুটছে। ঠিক এমনই…

Gold Price Check: Latest Rates Across Major Cities Today, December 28

বিয়ের মরশুমে সোনার দামের ওঠানামা যেন থামার নামই নিচ্ছে না। কখনও হঠাৎ দাম বাড়ছে, আবার কখনও সামান্য নিম্নমুখী হয়ে ক্রেতাদের মুখে হাসি ফুটছে। ঠিক এমনই এক দিনে—লক্ষ্মীবারে—সোনার বাজার থেকে এল স্বস্তির খবর। বৃহস্পতিবার ফের কমল সোনার দাম, যার ফলে বহু মধ্যবিত্ত পরিবার, যারা বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের কেনাকাটার পরিকল্পনা করছেন, তাঁরা খানিকটা নিশ্চিন্ত হলেন।

Advertisements

সাধারণত বছরের শেষ দিক এবং বিয়ের মরশুম একসঙ্গে মিললে সোনার চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে দামও অনেক সময় চড়তে থাকে। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম কখনও বাড়ছিল, কখনও কমছিল—ফলে ক্রেতাদের মধ্যে তৈরি হচ্ছিল দোটানা। তবে বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই দেখা যায়, সোনার দাম কিছুটা কমে স্থিতিশীল হয়েছে। ফলে যারা গত কয়েকদিন ধরে দাম কমার অপেক্ষায় ছিলেন, তাঁদের কাছে এটি নিঃসন্দেহে সুখবর।

   

কলকাতায় বৃহস্পতিবার সোনার দাম কিছুটা কমে এসেছে।

১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম: ১,১৯,৩৫০ টাকা

১০ গ্রাম ২৪ ক্যারাট (হলমার্ক) সোনার দাম: ১,৩০,২০০ টাকা

পূর্ব ভারতে সোনার বাজারে কলকাতা গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানকার দামের পরিবর্তন বহু ক্রেতার নজরে থাকে। দাম কমার ফলে কলকাতার গয়না বাজারে ক্রেতার ভিড় কিছুটা বাড়বে বলেই আশা করছে ব্যবসায়ীরা। জাতীয় রাজধানী দিল্লিতেও বৃহস্পতিবার সোনার দাম সামান্য নিম্নমুখী।

১০ গ্রাম ২২ ক্যারাটের দাম: ১,১৯,৫০০ টাকা

১০ গ্রাম ২৪ ক্যারাটের দাম: ১,৩০,৩৫০ টাকা

দিল্লির সোনা ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব ভারতীয় বাজারেও পড়ছে। তবে এই দিনে দাম কমায় আগ্রহ বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

দেশের অন্যতম বৃহত্তম সোনা বাজার মুম্বইতেও বৃহস্পতিবার দাম কিছুটা কমেছে।

১০ গ্রাম ২২ ক্যারাট: ১,১৯,৩৫০ টাকা

১০ গ্রাম ২৪ ক্যারাট: ১,৩০,২০০ টাকা

মুম্বইয়ের বাজারের দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের সঙ্গেই তাল মিলিয়ে চলে। ফলে সেখানকার পরিবর্তনের ঢেউ দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।

 

Advertisements