আগুন লেগেছে সোনার দামে, ধনতেরাসের আগে কলকাতায় কত হল জানেন

প্রতিদিনই একটু একটু করে বেড়েই চলেছে সোনা ও রুপোর দাম (gold and Silver Price)৷ প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর।…

gold women আগুন লেগেছে সোনার দামে, ধনতেরাসের আগে কলকাতায় কত হল জানেন

প্রতিদিনই একটু একটু করে বেড়েই চলেছে সোনা ও রুপোর দাম (gold and Silver Price)৷ প্রতিদিন নানান গুরুত্বপূর্ণ খবরের মাঝে সকলেরই নজর থাকে সোনার দামের ওপর। দিনদিন সোনার দামে (gold and Silver Price) কতটা পরিবর্তন হল সেইদিকে নজর থাকে সাধারণ মানুষের। তবে সোনার দামের পাশাপাশি মানুষের নজর থাকে রুপোর দামের (gold and Silver Price) ওপরেও। এখনও পর্যন্ত অনেক বাঙালিই বিয়ে কিংবা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের উপহার হিসেবে এই মূল্যবান ধাতুগুলো দিয়ে থাকেন।

তবে ১৯ অক্টোবর আজ কলকাতা শহরে ২২ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম(gold and Silver Price) রয়েছে ৫৮,২৪০ টাকায়। আর ১০ গ্রামে সোনার দাম বিক্রি হচ্ছে ৭২,৮০০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭,২৮,০০০ টাকায়। অন্যদিকে মহানগরীতে ২৪ ক্যারটে ৮ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩,৫৩৬ টাকা।

   

২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৯,৪২০ টাকায় (gold and Silver Price)। ১০০ গ্রাম সোনার দাম বিক্রি হচ্ছে ৭,৯৪,২০০ টাকায়। তবে সকলের মনে এতটাই প্রশ্ন যে, আজ রবিবার কলকাতায় কত হল সোনা দাম৷ কারণ সামনেই রয়েছে ধনতেরাস৷ তাই এই সময়ে কমবেশি সকলেই সোনা কিনে থাকেন৷

কলকাতার বাজারে হলমার্কযুক্ত গয়না সোনার (gold and Silver Price) প্রতি ১০ গ্রামের দাম ৭৪ হাজার টাকা। আগের দিন তুলনায় যা ৫৫০ টাকা বেশি। সোনার পাশাপাশি রুপোর দামও আকাশছোঁয়া। এক দিনে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা (gold and Silver Price)। কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম এখন ৯২ হাজার ৫০০ টাকা।

হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) হলমার্ক নির্ধারণ করে। হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন, বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে একটি মিসড কল দিতে পারেন। এসএমএসের মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে। এছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com-এও দেখতে পারেন।