Gold Rate Today: হুড়মুড়িয়ে কমল সোনার দাম, বিরাট স্বস্তি, আজই কিনে ফেলুন…

সোনা ছাড়া বাঙালির কোনও অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না (Gold Rate Today)। বিয়ে হোক বা অন্নপ্রাশন বাঙালির যেকোনও অনুষ্ঠানে সোনা থাকা চাই-ই চাই। সোনা শুধু আর্থিক…

Gold and Silver Prices Today, January 27, 2025: Check the Latest Rates in India

সোনা ছাড়া বাঙালির কোনও অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না (Gold Rate Today)। বিয়ে হোক বা অন্নপ্রাশন বাঙালির যেকোনও অনুষ্ঠানে সোনা থাকা চাই-ই চাই। সোনা শুধু আর্থিক সমৃদ্ধি প্রতিপন্ন করে না, সোনা বাঙালির ঐতিহ্যকেও এগিয়ে নিয়ে চলে। যুগ যুগ ধরে বাংলা ও বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে এই সোনালী রঙের ধাতু।

সামনেই পুজো। প্রত্যেকেই প্রায় পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে। পুজোর পরই কালীপুজো এবং তারপরই বিয়ের মরশুম। আর সোনার গয়না ছাড়া তো বিয়েবাড়ির কথা ভাবা যায়না। নবদম্পতির উপহার হোক বা পুজোর অষ্টমীতে সাবেকি সাজ সোনার গয়না ছাড়া তা সম্পূর্ণ হবে না। তাই পুজোয় যদি সোনা কেনার কথা ভাবেন, তার আগে চট করে দামটা জেনে (Gold Rate Today) নিন।

   

আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারট (22 carat gold price) সোনার দাম ৭,০৮০ টাকা। কলকাতায় (Kolkata Gold Rate Today) আজ ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৭,০৮০০ টাকা। গতকাল এই ১০ গ্রাম সমমানের সোনার দাম ছিল ৭,০৯৫০ টাকা। অন্যদিকে কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৭,৭২৪ টাকা।

১০ গ্রাম ২৪ ক্যারট (24 carat gold price) সোনার দাম ৭,৭২৪০ টাকা। এছাড়া, আজ কলকাতায় ১ গ্রাম ১৮ (18 carat gold price) ক্যারট সোনার দাম ৫,৭৯৩ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারট সোনার দাম ৫,৭৯৩০ টাকা। গতকাল সমমান ও সমপরিমাণ সোনার দাম ছিল ৫,৮০৫০ টাকা।

অর্থাৎ ২২ ক্যারট সোনার দাম প্রতি গ্রামে ১৫ টাকা করে কমেছে। ১৮ ক্যারট সোনার দাম কমেছে প্রতি গ্রামে ১২ টাকা করে। আর ২৪ ক্যারট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ১৬ টাকা করে। বিগত ১০ দিনের পরিসংখ্যান অনুযায়ী সোনার দামে সেরকম কোনও পরিবর্তন দেখা না গেলেও, আজ সোনার দামে বিরাট স্বস্তি পাওয়া গেল।

আজ রুপোর (Silver Price) দামেও বেশ খানিকটা পরিবর্তন লক্ষ করা গেছে। আজ শহর কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ৯১০৫ টাকা। ফলে আজকে যারা সোনা বা রুপো কেনার কথা ভাবছেন, আর দেরি না করেই শীঘ্রই কিনে ফেলুন। তবে জিএসটি ও মজুরি যোগ করে গয়নার দাম সামান্য বাড়তে পারে।