কলকাতা: সাত সকালে দক্ষিণ কলকাতার স্কুলে ভয়াবহ দুর্ঘটনা৷ স্কুলে ঢোকার মুখেই বিপত্তি৷ মাথার ওপর ভেঙে পড় আস্ত একটা কাচের প্যানেল। এই ঘটনায় আহত তিন পড়ুয়া। তাদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের গুরুতর আঘাত হয়েছে বলে জানা যাচ্ছে।
ঘটনাটি নবনালন্দা স্কুলের৷ এই ঘটনা স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে৷ প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন অভিভাবকেরা। যদিও স্কুল জানাচ্ছে, দু’জন পড়ুয়া আহত হয়েছেন। তাদের মধ্যে এক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ অপর জন হাসপাতালে ভর্তি৷ (glass panel falls injuring students)
সোমবার সকালে পড়ুয়ারা যখন স্কুলে ঢুকছে, সেই সময় আচমকাই চারতলার ওপর থেকে একটি আস্ত কাচের প্যানেল ভেঙে পড়ে৷ তাতেই আহত হয় তিন পড়ুয়া। একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে এবং অপর জনকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ এক পড়ুয়ার মাথায় ৪০ টি স্টিচ পড়েছে বলে জানা গিয়েছে।
স্কুলে তখনও প্রার্থনা শুরু হয়নি৷ সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনা ঘটতেই ছুটে আসে অন্যান্য পড়ুয়ারা৷ বাচ্চাদের স্কুলে দিতে আসা অভিভাবকরাও এগিয়ে আসেন৷ তাদের অভিযোগ, স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য ফি বছর মোটা টাকা নেওয়া হয়৷ কিন্তু আদৌ ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয় না। এক অভিভাবক ক্ষোভের সুরই বলেন, “স্কুলের একটা পরিষেবাও ভাল নয়। পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স পর্যন্ত পাওয়া যায়নি। তার উপর স্কুল কর্তৃপক্ষ বলছে, এমনটা রাস্তাতেও হতে পারত।” এই ঘটনার পর প্রিন্সিপ্যাল এসে অভিভাবকদের সঙ্গে দেখা করেননি বলেও অভিযোগ তাঁদের৷ স্কুল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, কয়েক জন পড়ুয়া জোরে জানলা খুলতে গেলেই এই বিপত্তি৷ কাচ ভেঙে নীচে পড়ে যায়। যদিও এই যুক্তি মানতে নারাজ অভিভাবকেরা।