আজ সরস্বতী দর্শন: মাস্কবিহীন মুখ আর হলদে শাড়িতে বাঙালির শুভদৃষ্টি

বৃষ্টিসুর চুপ করেছে। মেঘ নেই। দক্ষিণে এলোমেলো হিম হাওয়া। উত্তরে হিমেল হাওয়ায় মেঘাসুরের গর্জন আছে। বঙ্গে এসেছেন দেবী-সরস্বতী। কোভিড বিধি থাকলেও অত কে মানে। তাই…

girls in yellow sari

বৃষ্টিসুর চুপ করেছে। মেঘ নেই। দক্ষিণে এলোমেলো হিম হাওয়া। উত্তরে হিমেল হাওয়ায় মেঘাসুরের গর্জন আছে। বঙ্গে এসেছেন দেবী-সরস্বতী। কোভিড বিধি থাকলেও অত কে মানে। তাই শনিবার সকাল থেকে মাস্ক বিহীন মুখ আর হলদে শাড়িতে শুভদৃষ্টি, আজ সরস্বতী দর্শন! কারণ স্পষ্ট। তিথি ক্ষণ মেনে দেবী আরাধনা শুরু। সেই সঙ্গে শেষ হচ্ছে ১২ মাসে ১৩ উৎসবের সূচি। শুধু বাকি ১৪তম উতসব বইমেলা।

রাজ্য জুড়ে কোথাও বৃষ্টি তো কোথাও মেঘ কেটে রোদ্দুর ঝলক। এরই মাঝে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্নাব সংগঠন, বাড়ি বাড়ি বাগদেবীর আরাধনা চলছে। চলতি করোনা আবহে সরকারের নিয়ম যথাসম্ভব কোভিড বিধি মানতে হবে।

দেবী সরস্বতী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিদ্যার দেবী। তিনি হাঁসে চড়ে মর্ত্যে আসেন দুবার। একবার আসেন মা উমার কন্যা হয়ে শারদ উৎসবে। আরেকবার আসেন একলা। তাঁর এই একলা আগমণটির জন্য মুখিয়ে থাকে কৈশোর কাল। সরস্বতী পুজো শুধু পুজো নয়, এটি প্রথম দর্শন প্রেমের দিন হিসেবে পরিচিত।

Advertisements

আজ হাতেখড়ির দিন। আজ প্রথম অক্ষর লেখার দিন ও। সংস্কার মেনে অনেকে সন্তানদের এদিনই প্রথম অক্ষর লিখতে দেন।

হিন্দু মতে দেবী সরস্বতী শুভ্রতার প্রতীকও। তাঁর বাহন শ্বেত হংস সেই কারণেই। দেবী এসেছেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মাটিতে তাঁকে বরণ করার পালা চলছে।