কলকাতা: শহরজুড়ে এখন উৎসবমুখর আমেজ৷ সেই আনন্দের মাঝেই গার্ডেনরিচে ঝরল রক্ত। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ডিসি পোর্টের অফিসের সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ৷ পাশেই পড়ে ছিল একটি কালো ব্যাগ এবং রিভলভার। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যা না খুন?
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবককে হত্যা করা হয়েছে, তবে ঘটনাটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে আত্মহত্যা মনে হয়। যদিও আত্মহত্যার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই রহস্যজনক অস্ত্রের উৎস খুঁজছে, এবং অজ্ঞাতপরিচয় আততায়ীর সন্ধান শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। প্রতিবেশীরা আতঙ্কে,উৎসবের আনন্দের মাঝেই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ঘুম উড়েছে স্থানীয়দের৷
দুই রাউন্ড গুলি Garden Reach shooting investigation
এক দিন আগের কথা৷ রবিবার মহালয়ার দিন, চারু মার্কেট এলাকার একটি জিমে ঢুকে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মালিককে নিশানা করে দুই রাউন্ড গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁদের পরনে ছিল রেইনকোট এবং তারা বাইকে করে দ্রুত চলে যায়। জিমটি খোলা অবস্থায় এবং নীচের তলার আবাসনের পাশে হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভীত হয়ে পড়েন। পুলিশ এই ঘটনাও তদন্ত করছে।
এই সহিংসতা শহরের নিরাপত্তা প্রশ্নের দিকে ইঙ্গিত করছে। উৎসবের আনন্দ, রঙিন বাতি, ঘরোয়া আনন্দ—সবকিছুর মাঝে নিরাপত্তাহীনতার ছায়া মানুষের মনে আতঙ্ক ফেলছে। পুলিশ বলছে, দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদঘাটন হবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
