Hindol Gets Bail: সোমবার জামিন পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার (Hindol Majumder)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত এই স্পেন-ফেরত গবেষক।
ইতিমধ্যেই শেষ হয় হিন্দোলের পুলিশি হেফাজত। হেফাজত শেষ হওয়ার পর সোমবার আলিপুর আদালতে হাজির করানো হয় ওই গবেষককে। আদালতে জামিনের পক্ষে সওয়াল করে হিন্দোলের আইনজীবী গোপাল হালদার জানান যে মামলায় কোনও নতুন অগ্রগতি নেই। তিনই আরও বলেন যে তাঁর মক্কেল কলকাতা নয়, স্পেনে থাকেন। বাবা-মায়ের সঙ্গে দেশে ফিরতেই তাঁকে গ্রেফতার করা হয়। অপর দিকে, সরকারি কৌঁসুলি হিন্দোলের জামিনের বিরোধিতা করেন।
চলতি বছরের ১লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা এবং তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় নাম জড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোলের। গত বুধবার স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার হন তিনই। তাঁর বিরুদ্ধে রয়েছে বড় অভিযোগ, তিনি স্পেনে বসেই উস্কানি দেন। পুলিশ দাবি করেছে যে হিন্দোলই শিক্ষামন্ত্রীর উপর হামলার ছক তৈরি করে। এবং, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াট্সঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করেন তিনি।
ধৃত হিন্দোলকে শুক্রবার হাজির করানো হয় আলিপুর আদালতে। জামিনের আবেদন করেন তাঁর আইনজীবি। বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন। ওই দিন হিন্দোল প্রসঙ্গে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, “কলকাতায় আমেরিকান সেন্টারে হামলায় আফতাব আনসারিও সশরীরে উপস্থিত ছিলেন না। দুবাইয়ে বসে ষড়যন্ত্র করেন। তাঁর নির্দেশেই পুরো ঘটনা সংগঠিত হয়েছিল। পুলিশ ওই ঘটনায় কয়েক জন অভিযুক্তকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছিল। তার পরেই বিদেশে বসবাসকারী ওই ঘটনার মূল চক্রী আফতাব আনসারির নাম জানা গিয়েছিল। পরে দুবাই থেকে আফতাব আনসারিকে গ্রেফতার করা হয়।”