আরজি কর মামলায় নয়া মোড়। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। হ্যাঁ ঠিকই শুনেছেন।
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এদিকে তাঁকে কিন্তু খালি হাতে ফেরাল না সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে তাঁর আবেদন তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, পনেরো দিন ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে চিকিৎসা ক্ষেত্রে আর্থিক কারচুপির অভিযোগে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডাঃ সন্দীপ ঘোষকে গত ২ সেপ্টেম্বর গ্রেফতার করে সিবিআই। আরজি কর হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীকে ধর্ষণ ও খুনের ঘটনায় গত ৯ অগস্ট সল্টলেকের দফতরে ১৫ দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায় সিবিআইয়ের নিজাম প্যালেস অফিসে। সেখানেই সংস্থার দুর্নীতি দমন শাখা তাঁকে গ্রেফতার করে।
এফআইআরে সন্দীপ ঘোষের নাম ছিল। তাঁর আমলে ইনস্টিটিউটে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে সিবিআই একটি এফআইআর দায়ের করেছিল। সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা এবং ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ নম্বর ধারায় মামলা দায়ের করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যভিত্তিক সিটের কাছ থেকে তদন্তভার নেওয়ার পর এফআইআর দায়ের করে সিবিআই।
গত ৯ আগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পরে পশ্চিমবঙ্গ সরকার সিট গঠন করেছিল। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। তিনি ইনস্টিটিউটে আর্থিক অনিয়মের অভিযোগে ইডি তদন্ত চেয়েছিলেন। আলির আরও অভিযোগ, এক বছর আগে রাজ্য ভিজিল্যান্স কমিশন ও দুর্নীতি দমন ব্যুরোর কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাতে তেমন ফল হয়নি, বরং তাঁকে ইনস্টিটিউট থেকে বদলি করা হয়েছে।
Former principal of Kolkata’s RG Kar Medical College Sandip Ghosh moves Supreme Court against Calcutta High Court decision which ordered CBI probe into graft case against him.
His plea has been listed on September 6 before a bench led by Chief Justice of India DY Chandrachud.… pic.twitter.com/N3GnxOlgSJ
— ANI (@ANI) September 4, 2024