Manmohan Singh: মহাষ্টমীর সন্ধ্যায় এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

manmohan singh

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: মহাষ্টমীর সন্ধ্যায় দিল্লির এইমসে ভর্তি করা হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ( Manmohan Singh)। প্রাক্তন প্রধানমন্ত্রী গায়ে জ্বর রয়েছে। সেই সঙ্গে রয়েছে শারীরিক দুর্বলতা। এইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। দুশ্চিন্তার কোনও কারণ নেই। তাঁর রুটিনমাফিক চিকিৎসা চলছে।

Advertisements

করোনা আক্রান্ত হওয়ায় চলতি বছরেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মনমোহন সিংকে। এপ্রিল মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাঁকে এইমসে ভর্তি করা হয়েছিল। তবে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। মনমোহন সিংয়ের অসুস্থতার খবরের এদিন রাজনৈতিক মহলে দুশ্চিন্তার মেঘ নেমে আসে। এইমসের জনসংযোগ আধিকারিক প্রণব ঝা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতা সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়িয়েছে। মনমোহন সিং ভালই আছেন। তার শরীর নিয়ে উদ্বেগের কিছু নেই। প্রাক্তন প্রধানমন্ত্রীর সামান্য জ্বর আছে। তাতে চিন্তার কিছু নেই।

   

মনমোহন সিং হাসপাতলে ভর্তি হয়েছেন এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলের অনেকেই দুশ্চিন্তায় পড়েন। কারণ প্রাক্তন প্রধানমন্ত্রীর যথেষ্ট বয়স হয়েছে। সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই মনমোহন সিংয়ের শারীরিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেন অনেকেই। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। কংগ্রেসের ট্যুইটারে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Advertisements

এদিন রাতের দিকে মনমোহন সিং নিজে ট্যুইট করে জানিয়েছেন, তিনি ভালই আছেন। তবে চিকিৎসকরা তাঁর বিভিন্ন পরীক্ষা করছেন। তিনি আশা করছেন, দশেরার আগেই বাড়ি ফিরে যাবেন। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন সে বিষয়ে এইমস কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।