আরজি কর মামলায় গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

আর জি কর দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। (Sandeep Ghosh)  টানা ১৫ দিন লাগাতার জেরার পর সোমবার সন্ধ্যায় সিবিআই এর দুর্নীতি দমন…

Former Hospital Principal Sandeep Ghosh Arrested in RG Kar Rape-Murder Case

আর জি কর দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। (Sandeep Ghosh)  টানা ১৫ দিন লাগাতার জেরার পর সোমবার সন্ধ্যায় সিবিআই এর দুর্নীতি দমন শাখা গ্রেফতার করে তাঁকে।  চিকিৎসক তরুণী খুনের (RG Kar Rape-Murder Case) ২৬ দিন পর অবশেষে গ্রেফতার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। শনিবার সকাল থেকেই ফিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষের টানা জেলা করছিল সিবিআই। তারপর সন্ধ্যেবেলা তাঁকে নিজাম প্যালেস নিয়ে যেতে গ্রেফতার করা হয়।

অন্যদিকে সিপি বিনীত গোয়েলের অপসারণের দাবিতে ডাক্তারি পড়ুয়াদের লালবাজার অভিযানে উত্তাল শহরের বিভিন্ন এলাকা। পড়ুয়াদের অনমনীয় মনোভাব অনমনীয় মনোভাব সামলাতে বেকায়দা করতে হয়েছে পুলিশকে। তার মধ্যেই সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারা। যতক্ষণ না পর্যন্ত সিপি পদত্যাগ করছেন ততক্ষণ তাদের অবস্থান চলবে।

   

গত ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়। ওই ঘটনায় অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম উঠে আসে। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে ডাক্তারি পড়ুয়ারা। অবশেষে তাঁকে ইস্তফা দিতে হয় হাসপাতালে অধ্যক্ষের পদ থেকে। হাইকোর্টের নির্দেশে আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই।

সেই তদন্তে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী সাপ্লাইতে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে টানা ১৫ দিন সন্দীপকে জেরা করে কেন্দ্র গোয়েন্দা সংস্থাটি। এই অবস্থায় সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএম এর সদস্যপদ হারান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তারপরেই সোমবার সন্ধ্যায় সন্দীপের গ্রেফতারের মাধ্যমে সমস্ত যবনিকা পতন হয়।