সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, করোনা সংক্রমণে হয়েছে ফুসফুসের ক্ষতি

করোনা আক্রান্ত হওয়ার পর থেকে আরও দূর্বল হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharya)  বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিড থেকে রক্ষা পেলেও তাঁর ফুসফুসের ক্ষতি হয়। সেই কারণে…

Buddhadeb Bhattacharya will not accept the Padma award

করোনা আক্রান্ত হওয়ার পর থেকে আরও দূর্বল হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Buddhadeb Bhattacharya)  বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিড থেকে রক্ষা পেলেও তাঁর ফুসফুসের ক্ষতি হয়। সেই কারণে এবার তাঁর চিকিৎসকরা বেশি উদ্বিগ্ন। সংকটজনক বুদ্ধদেব।

বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের শক্তি কমে আসছে।শন্বার থেকে উদ্বেগজনক পরিস্থিতি। তাঁর চিকিৎসা চলছে উডল্যান্ডস হাসপাতালে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের শীর্ষ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya) শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রাখা। তবে তাঁর ফুসফুসের কার্যকারিতা কমে আসছে। অত্যাধুনিক যান্ত্রিক প্রক্রিয়ায় বুদ্ধবাবুর চিকিৎসা করছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা।

   

শনিবার দুপুরের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি অবনতি হয়। দ্রুত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় বুদ্ধবাবুর পরিস্থিতি ছিল সংকটজনক। তাঁর শরীরে অক্সিজেন মাত্রা নামতে শুরু করেছিল। হাসপাতালে আনার পর সেই পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। এরপর ফের তাঁর শারীরস্থান পরিস্থিতির অবনতি হয়। রবিবার সকালেও তিনি সংকটজনক।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা গত প্রায় ১৫ বছরের বেশি। একসমের চেইন স্মোকার নাট্যমোদী-সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কারণ সিওপিডি। তাঁর শ্বাসকষ্টের জন্য অক্সিজেন লাগে বেশিরভাগ সময়। বাড়িতেই চলে চিকিৎসা। সর্বক্ষণ অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয় বাড়িতে। শনিবার পরিস্থিতির অবনতি হয়। তাঁকে উডল্যান্ডসে ভর্তি করানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, উনি দীর্ঘ সময় ধরেই অসুস্থ। চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি। তাঁর চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।