ভারী বৃষ্টিতে বানভাসি কলকাতা-বিমানবন্দর, ‘যথাযথ নিকাশি ব্যবস্থা নেই’, মানলেন ফিরহাদ

দুদিনের টানা ভারী বৃষ্টিতে বানভাসি হয়ে গিয়েছে কলকাতা শহর সহ বাংলার একের পর এক জেলা। রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর একপ্রকার জল থৈ থৈ করছে।…

দুদিনের টানা ভারী বৃষ্টিতে বানভাসি হয়ে গিয়েছে কলকাতা শহর সহ বাংলার একের পর এক জেলা। রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর একপ্রকার জল থৈ থৈ করছে। সবথেকে বড় কথা, আজ শনিবার যারা বিমানে উঠতে গিয়েছেন তাঁরা সকলেই তো অবাক। কারণ এটা বিমানবন্দর না পুকুর সেটা কেউ ধরতেই পারছিলেন না। জল জমেছে কলকাতা বিমানবন্দরের ভিতরে। জলের তলায় বিমানবন্দরের পার্কিং বে, অ্যাপ্রন এলাকা। কবে জল নামবে? এমন পরিস্থিতিই বা কী করে হল টা নিয়ে এবার মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কৈখালি বিমানবন্দর এলাকায় যথাযথ নিকাশি ব্যবস্থা নেই। পূর্ত দফতর এ নিয়ে কাজ করছে।’ শুধু তাই নয় ডেঙ্গু নিয়েও সরকারের তরফে নানা রকম পরিকল্পনা করা হচ্ছে এবং বিশদে বৈঠক করা হবে তা নিয়েও জানাতে ভুলবেন না মেয়র ফিরহাদ হাকিম। এমনিতে বর্ষাকাল এবং ডেঙ্গু একে অপরের পরিপূরক।

   

বিগত কিছু সময় ধরে কলকাতার শহরসহ নানা জেলায় ডেঙ্গুর প্রকল্প বাড়ছে আর যা ঘুম উড়িয়ে দিয়েছে প্রশাসনের। তবে এই বিষয়ে এবার বড় দাবি করলেন ফিরহাদ। তিনি জানালেন, ‘আগামী ৯ আগস্ট ডেঙ্গু নিয়ে একটি বৈঠকের দিন ধার্য করা হয়েছে। ডেঙ্গু নিয়ে ব্রিফিং মিটিং নিয়মিত হচ্ছে।’

অন্যদিকে ডেঙ্গু মোকাবেলায় কেন্দ্রীয় সরকার ও নানারকম পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। ভারতে বিশেষত কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুতে ডেঙ্গুর ঘটনা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কয়েকদিন আগেই একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছে এবং রাজ্যগুলিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সতর্ক থাকতে বলেছে।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর নয়টি রাজ্য ও ১৮টি পৌরসভার সঙ্গে বৈঠকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বলে জানানো হয়।

দিল্লি, কর্ণাটক, তামিলনাড়ু, বাংলা এবং তেলেঙ্গানা সহ নয়টি উচ্চ ঝুঁকিপূর্ণ রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি এবং প্রস্তুতির স্থিতি সম্পর্কিত উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র তাদের হটস্পটগুলি চিহ্নিত করা, ভেক্টর নজরদারি বাড়ানো, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ডেঙ্গু মামলার জিওট্যাগিং এবং হাসপাতালের প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আধিকারিকরা।