বিজিবিএস সম্মেলনের আগে আগুন কলকাতা বিমানবন্দরে

কলকাতা বিমানবন্দরে আগুন।  বেঙ্গল সামিটের জন্য একের পর এক শিল্পপতি যখন আসছেন, সেই সময়ই আগুন লেগে যায় নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমান বন্দরের একটি অংশে। …

Massive Blaze at Kolkata Airport

কলকাতা বিমানবন্দরে আগুন।  বেঙ্গল সামিটের জন্য একের পর এক শিল্পপতি যখন আসছেন, সেই সময়ই আগুন লেগে যায় নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমান বন্দরের একটি অংশে। 

কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল বুধবার সকালে। আর সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা ওই ফ্লেক্স থেকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং আশপাশের বিভিন্ন জিনিসপত্রে আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন প্রথমে আবর্জনা ফেলার জায়গায় ছড়িয়ে পড়েছিল। তবে, সেসময় বিমানবন্দরের কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি এবং বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি।

   

বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন লেগে গিয়েছিল, তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত দমকল বিভাগকে খবর দেয় এবং সেই অনুযায়ী একটি দমকল ইঞ্জিন বিমানবন্দরে পাঠানো হয়। তবে দমকলের সাহায্য ছাড়াই বিমানবন্দরের কর্মীরা নিজেদের তৎপরতায় মাত্র ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এই ঘটনায় কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।  বুধবার থেকে অর্থাৎ আজ কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। এই সম্মেলনে ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি সহ প্রায় ৫,০০০ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। সম্মেলনের অতিথিদের আগমন চলছিল এবং বিমানবন্দরে আগুন লাগার ঘটনা তাৎক্ষণিকভাবে বাড়তি চাপ সৃষ্টি করেছিল। তবে, আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।