সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহুতলের উপরের তলা

ফের আগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। কাকভোরে ৫ নম্বর গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন লাগে। ব্যাঙ্কশাল কোর্টের পিছনে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি…

Massive Fire Erupts in Pathuriaghata: Two Trapped by Smoke, Later Rescued in Critical Condition

ফের আগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। কাকভোরে ৫ নম্বর গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন লাগে। ব্যাঙ্কশাল কোর্টের পিছনে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে হেয়ার স্ট্রিট থানার পুলিশও। আতঙ্কিত এলাকাবাসীরা।

বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাড়িটির বয়স প্রায় ১০০ বছরের বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা।

   

জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ৫ নম্বর গার্স্টিন প্লেসের তিন তলা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্রমে তা ছড়িয়ে পড়ে বাড়িটির চার তলায়। খবর দেওয়া হয় দমকলে। প্রায় এক ঘণ্টা পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আসে আরও চারটি।

আজ কি সস্তা হল পেট্রোল-ডিজেল? এক নজরে জেনে নেওয়া যাক দাম

এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থেল দমকলের পৌঁছতে বেশ বেগ পেতে হয়। দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দমকল আসতে দেরি করায় আগুন ক্রমে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। দমকলের কাছে প্রয়োজনীয় উপকরণ না থাকার অভিযোগও করেছেন স্থানীয়েরা।

আগুন পুরোপুরি নেবেনি। এখনও আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।

কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ, ওই বাড়িটিতে রাসায়নিক গুদাম ছিল। বহু রাসায়নিক মজুত করা ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে।

Advertisements