কলকাতা: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়৷ শুক্রবার দুপুরে হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লেগে যায়৷ দাউ দাউ করে জ্বলছে আগুন৷ কালো ধোঁয়ায় ভরে গিয়েছে চারিপাশ৷ বাসিন্দাদের ওই বহুতল থেকে বাইরে বার করে আনা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। অকুস্থলে পৌঁছেছে দমকলের ছ’টি ইঞ্জিন৷ (fire broke out at hunger ford street of kolkata)
ওই বহুতলে বহু মানুষের বাস fire broke out at hunger ford street of kolkata
হাঙ্গারফোর্ড স্ট্রিটের ওই বহুতলে বহু মানুষ বসবাস করেন বলে জানা যাচ্ছে। মিন্টো পার্কের খুব কাছেই রয়েছে আবাসনটি। এই আবাসনের কাছেই রয়েছে স্কুল এবং একাধিক হাসপাতাল। ভৌগলিক দিক থেকে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক দুপুরবেলা ব্যস্ত জায়গায় আগুন লাগায় বেশ হুলস্থূল পড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। আবাসিকদের একে একে বার করে আনা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কেউ ভিতরে আটকে রয়েছেন কিনা, তা দেখা হচ্ছে। টানা চেষ্টা চালানোর পর আগুনও খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর। তবে কী ভাবে ওই বহুতলে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। সম্ভবত শর্ট শার্কিট থেকেই এই আগুন লেগেছে৷
আচমকাই ধোঁয়া
আবাসনের বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে আচমকাই তাঁরা ধোঁয়া দেখতে পান। আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। সঠিক সময়েই দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
কয়েকদিন আগে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের থাকা ঝুপড়িতে আগুন লেগেছিল। আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। ওই ঝুপড়িতেও বহু মানুষ বসবাস করতেন। দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। উদ্ধারকার্যে হাত লাগায় সেনাবাহিনীও। দিন কয়েক আগে আবার আগুন লেগেছিল শিয়ালদহ স্টেশন লাগোয়ে ফুড কোর্টে৷