ফের কলকাতায় অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে ছাতুবাবু থানার অন্তর্গত একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। গিরিশ পার্কের কাছে ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।
কলকাতার বাজারে একধাক্কায় নামাল জ্বালানির দর! কমল কি পেট্রোল-ডিজেলের দাম?
সকালেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন কাজ করেছে। একজন অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়ংকর কাণ্ড।
শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে একটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরবর্তীতে নজরে পড়ে লেলিহান শিখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত গতিতে ছড়াতে থাকে আগুন। দগ্ধ হন একজন। ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন দমকল আধিকারিকরা। বাড়ি থেকে বের করে আনা হয় বাসিন্দাদের।
ফের বাংলার নজির, বাড়িতে বসেই এবার রেশন কার্ড আপডেট
প্রায় দেড় ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এলেও এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়ংকর কাণ্ড। যদিও আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।