Fire :ক্লাউড কিচেনে অগ্নিকাণ্ড, গাঙ্গুলিবাগানে চাঞ্চল্য

বৃহস্পতিবার সকালে শহরের বুকে ঘটল আবার অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল ১১.৩০ থেকে ১১.৪৫ এর মধ্যে একটা বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে…

kitchen

short-samachar

বৃহস্পতিবার সকালে শহরের বুকে ঘটল আবার অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল ১১.৩০ থেকে ১১.৪৫ এর মধ্যে একটা বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে স্থানীয় অনেকেই ছুটে আসেন। গাঙ্গুলি বাগানে একটি ক্লাউড কিচেনের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। .

   

‘চায়না বোল’ নামে একটি চাইনিস ক্লাউড কিচেনের দোকানে এইদিন সকালে আগুন লাগার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকলের প্রাথমিক অনুমান, ” গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।”

স্থানীয় এক মহিলার বক্তব্য, ” সকালে একটা তীব্র শব্দে চমকে যায়। বাড়ির বাইরে বেড়িয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এই দোকান থেকে আমি মাঝেমধ্যেই খাবার নিয়ে থাকি।”

সেইসময় দোকান বন্ধ থাকায় কেউ আহত হয়নি। কিন্তু আগুনের তীব্রতা বেশী থাকায় তা দোতলা অবধি ছড়িয়ে পরে কিন্তু দমকলের তৎপরতায় তা সহজেই আয়ত্তে আসে। আপাতত জায়গাটি দমকলের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে।