Kolkata: এক্সাইড মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন

ভয়াবহ অগ্নিকান্ড শহর কলকাতায় (Kolkata)। সোমবার সকালে এক্সাইড মোড়ের টায়ারের গুদামে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Fire breaks out at Kolkata Exide more

ভয়াবহ অগ্নিকান্ড শহর কলকাতায় (Kolkata)। সোমবার সকালে এক্সাইড মোড়ের টায়ারের গুদামে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন পৌঁছছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ চলছে। বিল্ডিংয়ে অনেকের আটকে থাকার সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

প্রাথমিকভাবে অনুমান, শর্ট শার্কিটের কারণেই আগুন লেগেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এনেই পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চালু হয়েছে কুলিং প্রসেস। সূত্রের খবর, ওই বিল্ডিংয়ে এক প্রৌঢ় আটকে থাকার কথা জানা যাচ্ছে। ঘটনায় প্রথমে ৩ জন আটকে পড়ার ঘতনা আসছিল। এর মধ্যে ২ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়। অপর একজনকে পরে উদ্ধার করে দমকল কর্মীরা।

তবে সপ্তাহের শুরুতেই এক্সাইড এলাকায় অগ্নিকান্ডের জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বেশ কিছু সময় ধরে যানজট তৈরি হয়। দমকলের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর জেরে যে যানজট তৈরি হয়েছে, তা দুর্ভোগ বাড়িয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।