সাতসকালে ধর্মতলায় খাবার-দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড৷ শনিবার সাত সকালে ধর্মতলার একটি খাবারের দোকানে আগুন লেগে যায়৷ ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে…

fire breaks out at dharmatala food shop

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড৷ শনিবার সাত সকালে ধর্মতলার একটি খাবারের দোকানে আগুন লেগে যায়৷ ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দু’টি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি৷ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়৷ 

ধর্মতলার মোড়ের কাছেই রয়েছে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকান৷ ওই জোকানের পাশে থাকা ছোট একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। ঘিঞ্জি এলাকা আগুন লাগায় বেশ সমস্যায় পড়তে হয়৷ স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷  দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে৷ দমকলকর্মীরা রাস্তা থেকেই বড় পাইপের মাধ্যমে জল ছড়াতে শুরু করেন। মানুষের ভিড়ও জমতে শুরু করে৷ 

   

অত সকালে ধর্মতলার প্রায় কোনও দোকানই খোলা থাকে না৷ ওই খাবারের দোকানটিও বন্ধই ছিল৷ কী ভাবে আগুন লাগল, তা বোঝা যাচ্ছে না৷ তবে দ্রুত আগুন ছড়াতে থাকায় দমকলের তৃতীয় একটি ইঞ্জিন ডেকে পাঠানো হয়৷ সেটি ঘটনাস্থলে পৌঁছে গেলেও, সেটির আর প্রয়োজন পড়েনি। তার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে জানা যায়৷ 

ধর্মতলার ওই এলাকায় যাঁদের দোকান রয়েছে, তাঁরা সকলেই আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অনেকে সেখানে ছুটে চলেও আসেন৷ এই পরিস্থিতির জেরে বেশ কিছু ক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। বেশ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ ও অফিস যাত্রীদের। যে দোকানটিতে আগুন লেগেছিল, সেটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে আগুন লাগল তা তানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে দমকল বিভাগ৷