চতুর্থীতে অঘটন। চেতলা অগ্রণীর (Chetla Agrani) পুজো মণ্ডপে আগুন। গেই ঘটনার জেরে দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হল চেতলা অগ্রণীর পুজো। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুনের কারণে আজকের জন্য দর্শকদের জন্য বন্ধ চেতলা অগ্রণীর পুজো। লাগানো হয়েছে পুলিশ ব্যারিকেড।
বৃহস্পতিবার চেতলা অগ্রণীর পুজোয় আগুনের খবর পেয়েউ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টো ইঞ্জিন। উল্লেখ্য, কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত চেতলা অগ্রণী। অগ্নিকাণ্ডের জেরে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই পুজোমণ্ডপ। কী কারণে অগ্নিকাণ্ড বা কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
ঘটনার কথা ফেসবুকে পোস্ট করে চেতলা অগ্রণী ক্লাব জানিয়েছে, “একটি অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাব প্যান্ডেল আজ ২৫ সেপ্টেম্বর তারিখে বন্ধ থাকবে। ভক্ত এবং দর্শনার্থীদের জন্য এটি কখন খোলা হবে, তা আমরা শীঘ্রই আবার জানিয়ে দেব। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’’
আজ চতুর্থী, শহর জুড়ে পুজোর আমেজ। শহরের একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে। অনেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন। এমন আমেজের মধ্যে অঘটন দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজোয়। জানা গিয়েছে বৃহস্পতিবারের আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি। দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়। জানা গিয়েছে গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে রয়েছে এবং এই কারণেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চেতলার পুজো। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্যান্ডেলের উপর পড়ে থাকা ইলেক্ট্রিক তারের থেকে শর্ট সার্কিট হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই থেকেই ঘটে যায় অঘটন। মানুষের নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয় প্যান্ডেল।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
