‘আগুন জ্বলবে’ মন্তব্যের জের, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের

আরজি কর-কাণ্ডকে ঘিরে একদিকে যখন সমগ্র দেশ উত্তাল তখন বিপাকে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। আর এই এফআর দায়ের…

আরজি কর-কাণ্ডকে ঘিরে একদিকে যখন সমগ্র দেশ উত্তাল তখন বিপাকে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। আর এই এফআর দায়ের করা হয়েছে দিল্লির পুলিশ কমিশনারের কাছে বলে খবর।

গতকাল বুধবার মেয়ো রোডে দাঁড়িয়ে ‘আগুন জ্বলবে’ বলে মন্তব্য করেছিলেন। এবার এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে মামলা ঠুকলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দল বলে খবর। তাঁর বক্তব্য, ‘মমতার এমন মন্তব্য হুমকিরই সামিল। মমতা সাংবিধানিক পদে বসে রয়েছেন।’

   

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা জাতীয় ক্ষোভের সৃষ্টি করেছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের অত্যাচারের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে বাংলায়। একই সঙ্গে এই মামলা নিয়ে দেশটিতে রাজনৈতিক চাপানউতোর চলছে। বুধবারই বাংলা বনধ ঘোষণা করে বিজেপি। বহু জায়গায় বাংলার বনধ চলাকালীন বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এমনকী বুধবার বাংলা বনধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে অভিযোগ করেন, “আরজি কর মামলায় কিছু লোক তাদের দলকে ব্যবহার করে রাজ্যকে অশান্ত করার জন্য বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছে। মনে রাখবেন, আপনি যদি বাংলাকে পোড়ান, আসাম, উত্তর-পূর্ব, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও জ্বলবে। আমরা প্রধানমন্ত্রীর চেয়ার কাঁপিয়ে দেব।”