কলকাতা ২৯ সেপ্টেম্বর: দুর্গাপুজোর (Kolkata Durga Puja) সপ্তমীতে কলকাতা যেন সত্যি প্রাণ ফিরে পেয়েছে। উত্তর কলকাতার ঐতিহ্য মণ্ডপ থেকে শুরু করে দক্ষিণের থিম-নির্ভর পুজো — সর্বত্র মানুষের ঢল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যা প্রতি বছরই দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যে হতেই শুরু হয়েছে মানুষের দীর্ঘ লাইন। কেউ আসছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুবান্ধবের দল নিয়ে — কারও মুখেই ক্লান্তির ছায়া নেই, শুধু আনন্দ আর উচ্ছ্বাস।
শুধু শ্রীভূমিই নয়, বাঘাযতীন, সন্তোষপুর, ত্রিধারা সম্মিলনী, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক — কোথায় নেই ভিড়? মণ্ডপের বাইরে সারি সারি দাঁড়িয়ে থাকা মানুষজন, রাস্তার দুই পাশে ব্যারিকেড, পুলিশের টহল — সব মিলিয়ে যেন এক অনন্য উৎসবের চেহারা নিয়েছে শহর। কেউ কেউ গাড়ি করে ঘুরছেন, কেউ আবার হেঁটেই রাস্তা মেপে নিচ্ছেন। কলকাতা মেট্রো ও বাস সার্ভিস প্রায় প্রতিটি রুটেই অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে কারো তাতে ক্ষোভ নেই। বরং সবাই মেতেছে দুর্গোৎসবের আনন্দে। এবারের পুজোয় আলো যেন বিশেষভাবে নজর কাড়ছে।