Cyclone Remal: রেমাল কাড়ল প্রাণ, কলকাতায় মৃত্যু এক প্রৌঢ়ের

রেমালের (Cyclone Remal) তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত কলকাতা সহ উপকূলের বিস্তীর্ণ এলাকা। খাস কলকাতায় রেমাল কাড়ল প্রাণ। কার্নিশ ভেঙে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ সূত্রে জানা…

fatality-in-kolkata-as-cyclone-remal-strikes-west-bengal-and-bangladesh

রেমালের (Cyclone Remal) তাণ্ডবে রীতিমতো বিপর্যস্ত কলকাতা সহ উপকূলের বিস্তীর্ণ এলাকা। খাস কলকাতায় রেমাল কাড়ল প্রাণ। কার্নিশ ভেঙে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ সাজিব (৫১)। রবিবার রাত ১১টা নাগাদ এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

গতকাল আইপিএলের ফাইনাল ম্যাচ ছিল কলকাতা নাইট রাউডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিল। ছেলেকে ডাকতে যাওয়ার সময় আচমকাই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় একটি বাড়ির নীচে আশ্রয় নেন সাজিদ। এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। বাড়ির কার্নিশ ভেঙে পড়ে সাজিদের ওপর।

   

বিরাট আওয়াজ পেয়ে দুর্যোগকে উপেক্ষা করেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষজনকে বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। কার্নিশ ভেঙে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।

রে-রে করে আছড়ে পড়ল রেমাল, দাপটে ঝড় বৃষ্টি কলকাতা-জেলায়

পুলিশ ও কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, রেমালের জেরে কলকাতার একাধিক অঞ্চলে গাছ ভেঙে পড়েছে। রাত থেকেই কাজে নেমে পড়েছে কর্মীরা। জোরকদমে চলছে কাজ। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, শহরে ৩৫৬টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। পুড়েছে ২৯টি ট্রান্সফর্মার। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য পদক্ষেপ করা হচ্ছে।

রবিবার রাত ৯টা নাগাদ বঙ্গোপসাগরের সীমানা ছাড়িয়ে উপকূল ছুঁয়ে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করেছিল ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রেমালের প্রভাবে সন্ধ্যা থেকেই দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়েছিল, সঙ্গে বৃষ্টিপাতও চলে। সারা রাত বৃষ্টি চলে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ল্যান্ডফলের পর ঝড়ের দাপট আরও বাড়তে পারে। আজ, সোমবার সকাল থেকে সেই চিত্রই ধরা পড়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে আজ দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলবে।

‘৫ জুলাই কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে’, টাকার পরিমাণও বলে দিলেন রাহুল

এদিন দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। নদিয়া এবং মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভাল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বীরভূম, দুই দিনাজপুর, মালদায়। ভিজবে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরও।