‘ফারাক্কা ব্যারেজের জলে বাংলায় প্লাবন’ কেন্দ্রকে নিশানা মমতার’

বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার (Mamata)। রবিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফরের আগে কলকাতার বিমানবন্দরে দাঁড়িয়ে ফারাক্কা…

Mamata on Airport

বন্যা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার (Mamata)। রবিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফরের আগে কলকাতার বিমানবন্দরে দাঁড়িয়ে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ায় প্লাবনের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। ধস ও বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ দার্জিলিং কালিংপং এই জায়গা গুলো এমনিতেই সংকীর্ণ। তাও মুখ্যমন্ত্রী নতুন রাস্তা বানিয়ে দেওয়ায় মানুষের সুবিধা হয়েছে। বাংলায় একমাত্র রাজ্য যারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।  উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী দায়ী করলেন নেপালের কোশী নদীর জলকে। বললেন, ”কোশী নদীর জলে বানভাসি উত্তরবঙ্গের বহু এলাকা। সেই জল বিহার দিয়ে বাংলায় প্রবেশ করেছে।নেপাল থেকে কোশি নদীর জল ছাড়া হয়েছে ৫ লক্ষ কিউসেক আর অন্যদিকে, সংকোশ নদীর জলস্তর বৃদ্ধিতে মালদহে বন্যা।”

সাগর দত্ত মেডিক্যাল কলেজে বাড়ানো হল নিরাপত্তা, মোতায়েন আরও বেশি পুলিশ

   

রবিবার ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা। সেখানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। বৈঠকে কী কী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, তার পর তা জানাতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গের ধসকবলিত সমতলের এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তবে নবান্ন সূত্রে খবর, ধস এবং খারাপ আবহাওয়ার কারণে আপাতত পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই তাঁর। সোমবার তিনি ফিরে আসবেন কলকাতায়। ফিরে আসার পর সোমবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সম্ভবত পুজোর আগে এটাই মন্ত্রিসভার শেষ বৈঠক।