আগামী রবিবার আরও আটটি অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) চালানো হবে বলে জানানো হয়েছে। কিন্তু হঠাৎ অতিরিক্ত মেট্রো কেন চালানো হবে? কারণ হিসেবে জানা গিয়েছে, আগামী রবিবার ইউপিএসসি পরীক্ষা থাকার জন্য মেট্রো রেল অতিরিক্ত মেট্রো চালানোর কথা ভেবেছেন।
সপ্তাহের শেষের দিকে কি কমল সোনার দাম? জানুন আজ কলকাতায় সোনার রেট
রবিবার কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলে। কিন্তু ১৮ অগস্ট সেখানে আরও আটটি অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রোরেল সূত্রে খবর। মেট্রো রেল সূত্রে খবর, দমদম থেকে ওই দিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্য দিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ওই একই সময়ে ছাড়বে বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এ ছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সওয়া ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে।
মোদীর নিরাপত্তায় আছেন হাসিনা, বাংলাদেশ চাইবে মোস্ট ওয়ান্টেড ‘গণহত্যাকারী’কে
কৌশিক কৌশিক মিত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘অন্যান্য রবিবার যেমন সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়, তেমনটা হবে না আগামী রবিবার (১৮ অগস্ট)। ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই সে দিন সকাল ৭টা থেকে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অন্যান্য রবিবারের মতো গ্রিন লাইন ১, ২, পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
মোদীর নিরাপত্তায় আছেন হাসিনা, বাংলাদেশ চাইবে মোস্ট ওয়ান্টেড ‘গণহত্যাকারী’কে
দমদম এবং কবি সুভাষ দু’দিক থেকেই মেট্রো পরিষেবা চালু হবে রবিবার সকাল ৭টায়। তার পরের ট্রেনটি সাড়ে ৭টা, তার পর ৮টা এবং সাড়ে ৮টায়। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে।