রেড রোডে পুজো কার্নিভাল, দর্শনার্থীদের জন্য বাড়তি মেট্রো পরিষেবা

কলকাতা: দুর্গাপুজো শেষ হলেও কলকাতার উৎসবের আবহ এখনও কাটেনি। প্যান্ডেল দর্শন থেকে শুরু করে ধুনুচি নাচ, সিঁদুর খেলা — সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেন শেষ হয়েও শেষ হয় না। এরই চূড়ান্ত পর্ব হিসেবে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হচ্ছে পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। আগামী রবিবার, ৫ অক্টোবর, রেড রোডে এই বিশাল আয়োজনে অংশ নেবে শহরের সমস্ত নামী-দামী পুজো কমিটি। প্রতিমা সহকারে শোভাযাত্রা শেষে বাবুঘাটে হবে বিসর্জনের আনুষ্ঠানিকতা।

Advertisements

রেড রোডের পুজো কার্নিভাল এখন কলকাতার উৎসব সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। শহরবাসীর পাশাপাশি দেশ-বিদেশের বহু পর্যটকও অংশ নেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে। হাজার হাজার মানুষের ভিড়, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিমা প্রদর্শনের জন্য এই দিনটি রেড রোড ও আশপাশের অঞ্চলে বিশেষ গুরুত্ব বহন করে। স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের যাতায়াতের জন্য পরিবহণ ব্যবস্থার উন্নতি অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

   

এই বিষয়টি মাথায় রেখে কলকাতা মেট্রোরেল (Metro Services) কর্তৃপক্ষ ঘোষণা করেছে বিশেষ পরিষেবার। ৫ অক্টোবর পুজো কার্নিভালের রাতে ব্লু এবং গ্রিন দুই লাইনে রোজকার সময়সূচির পরেও অতিরিক্ত মেট্রো চালানো হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুটে রাত অবধি মেট্রো চলবে।

রোজকার শেষ মেট্রোর পরেও আপ এবং ডাউনে মোট ৬টি অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হবে। প্রতি ২০ মিনিট অন্তর এই ট্রেনগুলি চলবে, যাতে কার্নিভাল শেষে দর্শনার্থীদের ফেরার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়।

এক নজরে অতিরিক্ত মেট্রোর সময়সূচি:

ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম → দক্ষিণেশ্বর): শেষ তিনটি মেট্রো রাত ১০:০৩, রাত ১০:২৩ ও রাত ১০:৪৩৷

ব্লু লাইন (দক্ষিণেশ্বর → শহিদ ক্ষুদিরাম): শেষ তিনটি মেট্রো রাত ৯:৫৩, রাত ১০:১৩ ও রাত ১০:৩৩৷

Advertisements

গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ → হাওড়া ময়দান): শেষ তিনটি মেট্রো রাত ১০:২০, রাত ১০:৪০ ও রাত ১১:০০৷ 

গ্রিন লাইন (হাওড়া ময়দান → সল্টলেক সেক্টর ফাইভ): শেষ তিনটি মেট্রো রাত ১০:২০, রাত ১০:৪০ ও রাত ১১:০০৷

এই ঘোষণায় খুশি কলকাতাবাসী। তাঁদের মতে, “প্রতিবার পুজো কার্নিভাল শেষে রাতে বাড়ি ফেরার চিন্তা থাকে। এবার মেট্রোর এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তি মিলবে।” বিশেষ করে যারা পরিবার বা বন্ধুদের নিয়ে কার্নিভাল উপভোগ করতে যাচ্ছেন, তাঁদের জন্য এটি এক বড় সহায়তা।

শুধু পরিবহণ নয়, নিরাপত্তার দিকেও রাখা হচ্ছে বিশেষ নজর। রেড রোড ও সংলগ্ন এলাকায় থাকবে পুলিশি নজরদারি, স্থাপন করা হবে কন্ট্রোল রুম এবং মেডিক্যাল টিম। দর্শনার্থীদের জন্য বাড়ানো হবে নিরাপত্তা বেষ্টনী ও ট্রাফিক ব্যবস্থাও।

প্রতি বছর যেমন পুজো কার্নিভাল কলকাতার উৎসবকে আরও রঙিন করে তোলে, তেমনি এবারও এই আয়োজন শহরের উৎসবপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হতে চলেছে। মেট্রোর এই অতিরিক্ত পরিষেবা শহরবাসীর যাত্রাপথকে আরও স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত করবে। ৫ অক্টোবরের পুজো কার্নিভাল শুধুমাত্র প্রতিমা শোভাযাত্রাই নয়, বরং শহরের উৎসব সংস্কৃতির এক অনন্য সাক্ষী হতে চলেছে।