মালদহ: বাঁধনা পরব উপলক্ষ্যে চোলাই মদ খাওয়ার রীতি রয়েছে বলে দাবি আদিবাসীদের৷ কিন্তু এই চোলাই মদের কারণে পুরাতন মালদহের ভাবুকের এক আদিবাসী ছাত্রীকে খুন করা হয়৷ এমনটাই জানা গিয়েছে পুলিশি তদন্তে৷ তাই আবগারি দফতরের আধিকারিকরা চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে৷
বৃহস্পতিবার আদিবাসী মহিলাদের মারধর ও হেনস্তার অভিযোগ উঠল আবগারি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের যাত্রা গ্রাম পঞ্চায়েতের হাটগাছি রাইলাপাড়া গ্রামে৷ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযোগ, আবগারি দফতরের আধিকারিকদের তাণ্ডবে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন৷ ঘটনায় মাথা ফেটে গিয়েছে এক মহিলার৷
প্রতিবাদে এলাকার বাসিন্দারা আবগারি দফতরের আধিকারিকদের ঘিরে রেখে বিক্ষোভ শুরু করে৷ রাস্তায় গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে পথ অবরোধ করে গ্রামবাসীরা৷ আদিবাসী মহিলাদের অভিযোগ, বাড়িঘর তছনছ করে তাঁদের ঘর থেকে বের করে মারধর করেছে আবগারি দফতরের আধিকারিকরা৷ যদিও আবগারি দফতরের আধিকারিকদের পক্ষ থেকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷