পার্থর দেহরক্ষীর আত্মীয়দের ‘নিয়োগ’,তদন্ত রিপোর্ট তলব বিচারপতির

partha chatterjee

শিক্ষা দফতর সহ নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে (Partha Chatterjee) পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দেহরক্ষীর আত্মীয়দের নিয়োগ নিয়ে অভিযোগের তদন্ত কতদূর জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements

অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তাঁর দেহরক্ষীর পরিচিত ১০ জনের চাকরি হয়েছিল। সেই মামলায় সিবিআইকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ কতদূর হয়েছে তা জানতেই এবার রিপোর্ট চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

   

গত জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভরের পরিবারের ১০ জনকে চাকরি দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। দশজনের প্যানেলে নাম না থাকার পরেও কীভাবে চাকরি পেয়েছিল তা নিয়েই প্রশ্ন তুলে প্রাথমিক শিক্ষক পদে সমস্ত নিয়োগ সম্পর্কে নম্বর বিভাজন সহ তথ্য জানতে চেয়েছিল হাইকোর্ট। এমনকি সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি।

Advertisements

বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত আট জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি দু’জনের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। সিবিআইয়ের জন্য বাড়তি সময় দিতে নারাজ বিচারপতি আগামী ১৫ তারিখের মধ্যে সমস্ত জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি। ২০ তারিখের মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে হবে। ২১ সেপ্টেম্বর শুনানির দিন খতিয়ে দেখা হবে বিষয়টি।

আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, এবার মামলাকারীর আইনজীবী ও বোর্ডের আইনজীবীরা একসঙ্গে পর্ষদের অফিসে বসবেন। দশ অভিযুক্তর ব্রেক আপ সহ নম্বর খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযুক্তরা সত্যিই পাশ করেছেন কিনা খতিয়ে দেখা হবে।