ইমেল তরজা অব্যাহত, ‘কার্যবিবরণী’র শর্ত মেনেই কালিঘাটের পথে আন্দোলনকারীরা

রাজ্য-আন্দোলনকারীদের মধ্যে অব্যাহত ইমেল তরজা।  কালিঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিডিও রেকর্ডিং নয়, শুধুমাত্র দু’পক্ষের কার্যবিবরণীতে স্বাক্ষর করা হবে। সোমবার এই যুক্তিতেই শেষপর্যন্ত বৈঠক হতে চলেছে…

email controversy betwen Junior doctor meeting with mamata banerjee on rgkar case row

রাজ্য-আন্দোলনকারীদের মধ্যে অব্যাহত ইমেল তরজা।  কালিঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিডিও রেকর্ডিং নয়, শুধুমাত্র দু’পক্ষের কার্যবিবরণীতে স্বাক্ষর করা হবে। সোমবার এই যুক্তিতেই শেষপর্যন্ত বৈঠক হতে চলেছে আন্দোলনকারী ও জুনিয়ার ডাক্তারদের (Junior Doctors meeting)। এদিন মুখ্যসচিবের পাঠানো মেলের ভিত্তিতে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। তবে আলোচনার পর পাল্টা রাজ্যকে মেল করেন জুনিয়ার ডাক্তাররা (Junior Doctors meeting)।

নির্যাতিতার দ্রুত বিচার চেয়ে দেশ-বিদেশ থেকে চিঠি প্রধান বিচারপতিকে

   

সেই বৈঠকেই ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে সকলেই সম্মত হয়েছে বলেই জানা গিয়েছে। তবে আন্দোলনকারীরা বৈঠকের কার্যবিবরণী লিপিবদ্ধ করার জন্য দুজন পেশাদার স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।    

সেই মতো বিকেল পাঁচটায় আগের দিনের বাসে করেই তাঁরা ফের কালিঘাটে যাবে বলে ঠিক হয়েছে। তবে সেই মেলে দুপক্ষের ভিডিওগ্রাফির করার এবং কার্যবিবরণীতে স্বাক্ষর করার আর্জি জানানো হয়। কিন্তু শেষপর্যন্ত ভিডিও গ্রাফির দাবি থেকে সরে আসেন আন্দোলনকারীরা। রাজ্যের দাবিতে মেনেই উভয়পক্ষের কার্যবিবরণী হস্তান্তরে রাজি হন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিস্তারিত কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন দু’পক্ষই। তারপর একে অপরের কার্যবিবরণী তুলে দেওয়া হবে একে অপরেরর হাতে।

জুনিয়র ডাক্তারদের বৈঠক প্রসঙ্গে আগ্রাসী মনোভাব ছেড়ে নমনীয় সুর দেবাংশুর গলায়!

এদিকে আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় শুনানি। তার আগে সোমবার ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য ডাক পেলেন আন্দোলনকারীরা (Junior Doctors meeting)। এদিন ইমেল করে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের বৈঠকের আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

পশ্চিমবঙ্গ ডাক্তারদের জন্য নিরাপদ নয়, দাবি দিল্লির চিকিৎসক মহলের

নিজেদের মধ্যে আলোচন করে তবেই বৈঠকে বসার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন তাঁরা। মেলে স্পষ্ট জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, গত মঙ্গলবার অর্থ্যাৎ ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। চিঠিতে দুপক্ষের আলোচনার মিনিটস বা কার্য বিবরণী শেয়ার করা হবে বলে পরিস্কার জানানো হয়েছে। তবে লাইভ স্ট্রিমিং নিয়ে কোনও উল্লেখ ছিল না রাজ্যের তরফে পাঠানো মেলে।