আগামী পইলা বৈশাখে রাজ্য সরকারকে ‘রাজ্য দিবস’ পালনের অনুমতি দিল নির্বাচন কমিশন। তবে বেঁধে দিল একাধিক শর্ত। এই অনুষ্ঠানে থাকতে পারবেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! শুধু তাই নয়, থাকতে পারবেন না কোনও রাজনৈতিক নেতৃবৃন্দও। কিন্তু কেন এই শর্ত ? কমিশনের তরফে জানা গিয়েছে যেহেতু নির্বাচন সূচী ঘোষণা হয়ে গিয়েছে, তাই এখন যে কোনও অনুষ্ঠান আদর্শ আচরণ বিধির আওয়তায় পড়ে। তাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেবন না কোনও রাজনৈতিক ব্যক্তিত্বসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নববর্ষের বিকেলে রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে অনুষ্ঠানের আয়োজন করছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। এছাড়াও কবি জয় গোস্বামী, শ্রীজাত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায় সব সমাজের বিশিষ্টব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে। কিছুদিন আগে নির্বাচন কমিশনের কাছে রাজ্য দিবস পালনের অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। সেই অনুমতিতে সম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু লাগু করেছে কিছু শর্ত।
উল্লেখ্য এই প্রথম রাজ্য সরকার রাজ্য দিসব পালন করতে চলেছে। আর এই প্রথম দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না রাজ্য দিবসের ‘থিঙ্কট্যাঙ্ক’ মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্য সঙ্গীত, ‘বাংলার মাটি বাংলার জল’ দিয়েই অনুষ্ঠানের সূচনা হবে। শুধু রাজ্য স্তরে নয়, নববর্ষের দিন জেলা, মহকুমা ও ব্লক স্তরে এই দিবস মর্যাদার সঙ্গে পালন করা হবে।