সাংসদ অধীররঞ্জন চৌধুরীর করা নালিশের ভিত্তিতে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ‘ছবি বিতর্কে’ ইউসুফ পাঠানকে সতর্ক করল নির্বাচন কমিশন এবং অবিলম্বে সেই ছবি প্রচার থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত অধীররঞ্জন চৌধুরীর নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন যে ইউসুফ পাঠান আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন। তিনি অভিযোগ করেন, ভারত ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জেতে সেই জয়ের ছবি নিয়ে তিনি প্রচার করছিলেন।
ইউসুফ পাঠান ইস্যুতে নির্বাচন কমিশনকে রিপোর্টও পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার জেলাশাসক। রিপোর্টে ছবি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছিল বলে সূত্রের খবর।
এইবার সেই বিষয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসকে ‘বিতর্কিত’সেই ছবি সরানোর জন্য দেওয়া হল নির্দেশ৷