নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কলকাতায়, প্রশাসনিক বৈঠক চূড়ান্ত পর্যায়ে

কলকাতা, ৮ অক্টোবর: রাজ্যে আসন্ন নির্বাচনী পর্বকে ঘিরে প্রস্তুতি পর্ব এখন চূড়ান্ত পর্যায়ে। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশনের (Election Commision) তরফে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি…

Election Commission Delegation in Kolkata Today, Administrative Meetings in Final Stage

কলকাতা, ৮ অক্টোবর: রাজ্যে আসন্ন নির্বাচনী পর্বকে ঘিরে প্রস্তুতি পর্ব এখন চূড়ান্ত পর্যায়ে। গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশনের (Election Commision) তরফে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছেন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সূত্রের খবর, বিহারের পর এবার পশ্চিমবঙ্গে নির্বাচন সংক্রান্ত স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন রিপোর্ট (SIR) নিয়ে বিস্তারিত পর্যালোচনার লক্ষ্যেই এই সফর।

Advertisements

প্রতিনিধি দলটি বুধবার বিকেলে এসে পৌঁছান রাজারহাটের সত্যজিৎ রায় ভবনে। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল এবং আরও কয়েকজন সিনিয়র অফিসার। কমিশনের এই সফরের মূল উদ্দেশ্য হলো, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক এবং নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতিগুলিকে খতিয়ে দেখা এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করা।

বিজ্ঞাপন

সত্যজিৎ রায় ভবনে প্রতিনিধি দলের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী। এছাড়াও রাজ্য প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক বৈঠকে অংশ নেন। বৈঠকে মূলত আলোচনা হয় ভোটার তালিকা, ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহারের প্রস্তুতি, নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং ভোট কেন্দ্রগুলিতে পর্যবেক্ষকদের নিয়োগ নিয়ে।

ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠকে জানান, “নির্বাচনের সময় যাতে কোনো রকম অনিয়ম না ঘটে, তার জন্য কমিশন সর্বদা তৎপর। প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

কমিশনের প্রতিনিধি দল বারাসতে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবে বলে জানা গিয়েছে। সেখানেও জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। ভোটের সময় যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সব ভোটার নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই তৎপরতা।

কমিশনের এক আধিকারিক বলেন, “পশ্চিমবঙ্গে বিগত সময়ে কিছু জায়গায় ভোট ঘিরে উত্তেজনা ও হিংসার ঘটনা ঘটেছে। সেই কারণেই এবার SIR-এর উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।