Loksabha election 2024: প্রিসাইডিং অফিসারের সামনেই ভয়ানক কান্ড! চাঞ্চল্য বীরভূমে

প্রিসাইডিং অফিসারের সামনেই ভোট পড়ল! অথচ সে ভোট হাত ধরে দিয়ে দিলেন অন্য কেউ। প্রিসাইডিং অফিসার চুপ। ভোটের দিন এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমে। ইলামবাজারের…

EVM

প্রিসাইডিং অফিসারের সামনেই ভোট পড়ল! অথচ সে ভোট হাত ধরে দিয়ে দিলেন অন্য কেউ। প্রিসাইডিং অফিসার চুপ। ভোটের দিন এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমে। ইলামবাজারের ছাতরা বান্দি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, শাসক দলের কর্মীরা ভোটারদের হাত ধরে নিয়ে যাচ্ছেন ইভিএম-এর সামনে এবং কার্যত বাধ্য করছেন শাসক দলকে ভোট দিতে।

Advertisements

ইতিমধ্যে এই অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। বিরোধী দলের এজেন্টরাও এই একই অভিযোগ জানিয়েছে। এই স্কুলের ২৫ নম্বর বুথের সিপিএম বুথ এজেন্টও সেই একই অভিযোগ তোলেন। তবে তৃণমূল এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তাঁদের দাবি একজন চোখে কম দেখে তাই তাঁকে সাহায্য করা হচ্ছিল।

   

তবে এই অভিযোগ সামনে আসার পরই ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় অন্য প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়।প্রসঙ্গত এইদিন সকাল থেকে প্রচুর অভিযোগ জমা পরে নির্বাচন কমিশনে। এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার অভিযোগ জমা পড়েছে।