Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব

দুর্নীতি মামলায় (Recruitment Corruption) শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। আগামী শুক্রবার তাকে নিজাম প্যালেসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  এর আগে ১৫…

manish jain west bengal

short-samachar

দুর্নীতি মামলায় (Recruitment Corruption) শিক্ষা সচিব মণীশ জৈনকে ফের তলব করল সিবিআই। আগামী শুক্রবার তাকে নিজাম প্যালেসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  এর আগে ১৫ ই জুন তাকে তলব করা হয় এবং ৬ ঘণ্টা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়।

   

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জুন মণীশ জৈনকে সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে সাড়ে ছয় ঘণ্টা পরেও সিবিআই গোয়েন্দারা সন্তুষ্ট হয়নি। নিয়োগ সংক্রান্ত একাধিক নথি রয়েছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না।

সিবিআই সূত্রে আরো জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন মণীশ জৈনের কাছে ফাইল পাঠিয়েছিলেন। সিবিআই আধিকারিকদের দাবি এই নিয়োগ সংক্রান্ত একাধিক নথি এখনো নিখোঁজ।

সেই নথির খোঁজেই মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার তাকে নিজাম প্যালেসে তলব করার পাশাপাশি খুঁজে না পাওয়া একাধিক নথি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।