ED: নিয়োগ দুর্নীতিতে অভিষেকের জেরা, ইডি গুহায় ঢুকবেন মুখ্যমন্ত্রীর ভাইপো

TMC Supremo Mamata Banerjee Announces She Will Handle Party Changes, Signals Upcoming Reshuffles

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ফের অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে তলব করেছে ইডি। বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, ED জেরায় হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিরোধী মহলে কটাক্ষ, ইডি গুহায় ঢুকবেন মুখ্যমন্ত্রীর ভাইপো।

Advertisements

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩ অক্টোবর অভিষেককে তলব করেছিল ইডি। দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি। দুর্গাপূজার সময়ে তলব করা যাবে এমন নির্দেশ ছিল আদালতের।  তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে এই ছিল নির্দেশ। সেই মতো অভিষেককে ডেকে পাঠায় ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে দ্বিতীয়বার তলব করল ইডি। গত ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের দিন তাঁকে জেরা করা হয়েছিল।

Advertisements

ইডি দফতরে অভিষেক বন্দোপাধ্যায়ের হাজিরার কারণে নিরাপত্তার কড়া বলয়। সিজিও কমপ্লেক্সে ঢোকা ও বের হওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে।