Coal Scam: প্রভাবশালীদের ঘনঘন দুবাইযাত্রার কারণ খুঁজতে তদন্তে ইডি

কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইডি-র হাতে তথ্য এসেছে যে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা প্রায় ২২ বার পর্যন্ত বিদেশ ভ্রমণ…

Agusta Westland ED Case: Delhi HC Grants Bail to Middleman Christian Michel

কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইডি-র হাতে তথ্য এসেছে যে রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা প্রায় ২২ বার পর্যন্ত বিদেশ ভ্রমণ করেছে এক-এক বছরে। এই তথ্য ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে। এরই মধ্যে বহু প্রভাবশালী ব্যক্তি দুবাইতে ভ্রমণ করেন বলেই ইডির কাছে খবর এসেছে। কেন এতবার দুবাই যাত্রা? তদন্ত শুরু করেছে ইডি।

কলকাতার যে ভ্রমণ সংস্থার মাধ্যমে বিদেশ যাত্রার টিকিট কেটেছে প্রভাবশালী ব্যক্তিরা, সেই অফিসে সম্প্রতি হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে অভিযান চালিয়ে ইডি কিছু নথি বাজেয়াপ্ত করে। সংস্থার দুই আধিকারিককে দিল্লিতে তলব করে জেরা করা হয়। যতবার ব্যবসায়ীরা বিদেশে যান, তার থেকেও বেশি গিয়েছেন প্রভাবশালী নেতারা।

জানা গিয়েছে এক সাংসদ, তাঁর হিসেবরক্ষক ও তাঁদের দুজনের পরিবারের সদস্যরা রয়েছেন ইডির নজরে। যদিও কোনও নাম প্রকাশ করেনি ইডি।

Advertisements

উল্লেক্ষ্য, কয়লা পাচারকাণ্ডে যুক্ত তৃণমূল যুবনেতা বিনয় মিশ্র বহুবার বিদেশ যেতেন, পাচারের টাকা রাখতেই যেতেন বিদেশ বলে অভিযোগ। প্রভাবশালীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে চিকিৎসার জন্যই তারা বিদেশ ভ্রমণ করেছেন এতবার। কিন্তু প্রশ্ন উঠছে যে, যদি কয়লা পাচারের টাকা হাওয়ালা মারফত ভিনদেশে পাঠানো হয়ে থাক, তাহলে এই মামলায় জড়িত প্রভবশালীদের এতবার বিদেশে যাওয়ার কারণ কী?

কয়লাকাণ্ডে, ইডি দাবি করেছে যে ২০১৭ থেকে ২০২০ অবধি কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেগুলি বিদেশের সংস্থায় বিনিয়োগ করা হয়েছে এবং তয আবার ঘুর পথে দেশে ফিরিয়ে নিয়ে এসে সম্পত্তি কেনা হয়েছে।