আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu) গ্রেফতার নয়। চলতি সপ্তাহে এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
কয়েক সপ্তাহ আগেই পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলে ইডি। রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসু আলিপুরের বাড়িতেও চলে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা। যা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ ঘন্টা ধরে একটানা চলে জিজ্ঞাসাবাদ। এরপর ফের ইডির সমন আসতেই রক্ষাকবচের জন্য আবেদন করেন আইনজীবী।
এর আগে অবশ্য সঞ্জয়ের বাড়িতে তল্লাশি অভিযানে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওঁর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? ও বলল, কিচ্ছু পায়নি। খালি আপনাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। মুখ্যমন্ত্রীর সংযোজন, কারোর হয়ে মামলা লড়লে টাকা নিতেই পারে। একটা মামলায় ও টাকা ফেরত দিয়েছে।
শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ইডি। আগামী সপ্তাহে মামলার শুনানি। আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। আগামী দিনেও বিষয়টি নিয়ে তোলপাড় হতে পারে রাজ্য রাজনীতি।