রেশন দুর্নীতি মামলায় ED-র র‍্যাডারে ঋতুপর্ণা, ৫ জুন হাজিরার নির্দেশ

২৪-এর সপ্তম দফার লোকসভা ভোটের মাঝে রেশন দুর্নীতি মামলায় তৎপর হয়ে উঠল ইডি (ED)। এবার ইডির র‍্যাডারে বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ বছর পর ঋতুপর্ণা…

২৪-এর সপ্তম দফার লোকসভা ভোটের মাঝে রেশন দুর্নীতি মামলায় তৎপর হয়ে উঠল ইডি (ED)। এবার ইডির র‍্যাডারে বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ৫ বছর পর ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) তলব করল কেন্দ্রীয় এজেন্সি।

সূত্রের খবর, আগামী ৫ জুন ইডির দফতরে ঋতুপর্ণা সেনগুপ্তকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির দাবি অনুযায়ী, রেশন দুর্নীতির (Ration Scam) টাকা নাকি গিয়েছে অভিনেত্রীর সংস্থা। যদিও এই মুহূর্তে বিদেশে রয়েছেন অভিনেত্রী। ফলে আগামী ৫ জুন তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কিনা সেদিকে নজর থাকবে সকলের। এও জানা যাচ্ছে যে নাকি ইডির তরফে অভিনেত্রী এখনও অবধি কোনও চিঠি পাননি।

   

এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এমনিতে গত বছর পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। রেশন বণ্টন ব্যবস্থায় অনিয়মের অভিযোগের তদন্তকারী ইডির কাছে তথ্য রয়েছে যে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের বাংলা, মুম্বই এমনকি দুবাইতেও প্রায় ১০০ কোটি টাকার বিশাল ব্যবসা রয়েছে।

সূত্রের খবর,  রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী থাকাকালীন মল্লিকের সঙ্গে বাকিবুরের সম্পর্ক ছিল।