৪ ঘণ্টার ইডি-র জিজ্ঞাসাবাদের পর আজ বিকালেই সিজিও কমপ্লেক্স থেকে বাড়ি ফিরেছেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তারপরেই স্বামীর ডাক।
তিন ঘণ্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। সূত্রের খবর, ১৩ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
প্রাথমিক নিয়োগ মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এদিকে নবজোয়ার কর্মসূচির মধ্যেই সিবিআইয়ের ডাক পেয়েছিলেন অভিষেক।
Advertisements
কয়েকদিন আগে অভিষেক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন। আবার এল ইডির ডাক। যা নিয়ে চর্চা শুরু হয়েছে।