ED Raid: মন্ত্রী সুজিত বসুর ঘরে ইডি, দমদমে পরপর হানা

মন্ত্রী  সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি (ED Raid) অভিযান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্ত্রীর বাড়ির ঢোকার আগে বিতর্ক তৈরি হয়। বাড়ির নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা ইডির। পরে…

sujit bose

short-samachar

মন্ত্রী  সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি (ED Raid) অভিযান। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্ত্রীর বাড়ির ঢোকার আগে বিতর্ক তৈরি হয়। বাড়ির নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা ইডির। পরে আর্থিক গোয়েন্দা সংস্থা ঢুকে পড়ে সুজিত বসুর বাড়িতে।

   

দমদমের একাধিক জায়গায় চলছে অভিযান।উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম‍্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযানে ইডি। সাত সকালে ইডি ঢুকতেই দমদমে চাঞ্চল্য। দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্য মন্ত্রিসভার বিশেষ চর্চিত। তিনি নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে সূত্রের খোঁজে তল্লাশি চলছে ইডির। খবর পেয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দমদমের পাশাপাশি কলকাতায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ঢুকেছে ইডি। তার বিরুদ্ধেও নিয়োগ দুর্নীতির অভিযোগ এনে চলছে তল্লাশি।

শনিবার সকাল থেকে পরপর ইডি অভিযানে রাজ্য গরম। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এবারের অভিযানে তাই নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বেশি।