ভোটের আগে কলকাতায় ফের ইডি তল্লাশি

   লোকসভা ভোটের শেষ দফার আগে শহরে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। আগামী শনিবার লোকসভা ভোটের সপ্তম দফার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে ভোট রয়েছে কলকাতা এবং…

ED IN ACTON BEFORE LOKSABHA VOTE
  

লোকসভা ভোটের শেষ দফার আগে শহরে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। আগামী শনিবার লোকসভা ভোটের সপ্তম দফার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে ভোট রয়েছে কলকাতা এবং তৎসংলগ্ন বেশ কিছু জায়গায়। রেমালের দুর্যোগ কাটিয়ে সবে ছন্দে ফিরেছে কলকাতা। আবার জোরকদমে শুরু হয়েছে প্রচার। সেই প্রচারের আবহেই মঙ্গলবার সকালে ইডি হানা দিল সল্টলেক এবং রাজারহাটে।

জানা গিয়েছে,পাটনার একটি ব্য়াঙ্ক প্রতারণার মামলায় সাত সকালে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেক ও রাজারহাটে দুটি বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারীদের। রাজারহাটে ভাটিন্ডা এলাকায় এক হোটেল ব্য়বসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের মহিষবাথানে সংস্থার ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ব্য়াঙ্ক প্রতারণায় অভিযুক্ত ব্য়বসায়ীর পুরী, ভুবনেশ্বর ও দার্জিলিংয়ে একাধিক হোটেল রয়েছে।

   

প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডি ও সিআরপিএফের ওপর হামলার ঘটনায় আদালতে জমা দেওয়া চার্জশিটে দাবি করা হয়, ‘বাড়িতে অস্ত্র ছিল, সেই তথ্য লুকোতেই গত ৫ জানুয়ারি ইডি তল্লাশিতে গেলে দরজা খোলেননি শেখ শাহজাহান।’ শাগরেদ ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে অভিযুক্ত শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার অভিযোগ এনেছে সিবিআই। চার্জশিটে ফারুখ আকুঞ্জির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২১২ ধারায় অভিযোগ আনা হয়েছে । শেখ শাহজাহান, শেখ আলমগির, শেখ সিরাজউদ্দিনদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি অফিসারদের মারধর-সহ একাধিক ধারা দিয়েছে সিবিআই। ৩৮ পাতার চার্জশিটে নাম রয়েছে মোট সাত অভিযুক্তের। এখানেই শেষ নয়, শাহজানের ‘বাঘ’ হয়ে ওঠার পিছনে যে প্রচ্ছন্ন মদত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সেটাও চার্জশিটে দাবি করেছে ইডি।