TMC: অভিষেক ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর মেলাতে প্রবল তৎপরতা

Sujay Krishna Bhadra

এসএসকেএম হাসপাতালে হঠাৎ তৎপরতা। হাসপাতালে ঢুকলো সিআরপিএফ। কারণ হাসপাতালের বিশেষ কেবিনে আছে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র।  এসএসকেএমে পৌঁছেছে ইডির আধিকারিকরা। তাহলে এখানেই উঠছে সেই প্রশ্ন তাহলে কি সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে তৎপরতা? SSKM এ নিয়ে আসা হয়েছে জোকা ইএসআইয়ের অ্যাম্বুলেন্স। আজই কি কণ্ঠস্বরের নমুনা নেবে ইডি?

Advertisements

তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেকের ঘনিষ্ঠ কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে দাবি ইডির। 

ইডি আগেই জানিয়েছে,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর  কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ জরুরি। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে তার একটি গুরত্বপূর্ণ ভয়েস মেসেজ মিলেছে। যে কণ্ঠস্বরের সঙ্গে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বর মিলিয়ে দেখা জরুরি। এতেই নিয়োগ মামলার অনেক রহস্য ভেদ হতে পারে। 

Advertisements

নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এর পর থেকে তদন্ত ধীরে চালাতে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তদন্তকারীদের অভিযোগ। গত অগস্টে বাইপাস সার্জারি হয় সুজয়কৃষ্ণের। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে রয়েছেন তিনি।