ED Raid: বিপুল ক্লাব ফান্ড ও রোজগারের উৎস জানতে সুজিত বোসকে জেরা করছে ইডি

মন্ত্রী সুজিত বসুকে কি নিয়ে যাবে ইডি এমনই চাপা গুঞ্জনে গরম দমদম। সন্দেশখালিতে আক্রান্ত হবার পর সেই উত্তর ২৪ পরগনার জেলার দমদমে বিরাট অভিযান ইডির…

ED Raid: বিপুল ক্লাব ফান্ড ও রোজগারের উৎস জানতে সুজিত বোসকে জেরা করছে ইডি

মন্ত্রী সুজিত বসুকে কি নিয়ে যাবে ইডি এমনই চাপা গুঞ্জনে গরম দমদম। সন্দেশখালিতে আক্রান্ত হবার পর সেই উত্তর ২৪ পরগনার জেলার দমদমে বিরাট অভিযান ইডির (ED Raid)। দমদম থেকে বারাসত সর্বত্র জনতার জটলায় ইডির অভিযানের বিষয় আলোচিত হচ্ছে। তবে এবার ইডি নেমেছে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম‍্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে।

সুজিত বসু মুখ্যমন্ত্রী মমতার বিশেষ ঘনিষ্ঠ। তাঁকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নজরে রেখেছিল ইডি। শুক্রবার সাত সকাল থেকে চলছে তাঁর জেরা। সূত্রের খবর ইডির বিশেষ নজর, দমকল মন্ত্রী সুজিত বসুর রোজগারের উৎস। জেরায় সুজিত বসুর কাছে ইডি জানতে চায় শ্রীভূমি ক্লাবের প্রেসিডেন্ট সেই ক্লাবের ফান্ড আসে কোথা থেকে? আপনার সোর্স অফ ইনকাম কী এবং বাৎসরিক আয় কত?

Advertisements

কয়েক মাস আগে দুর্নীতির সঙ্গে কোনও রকম যোগ থাকার কথা অস্বীকার করেছিলেন সুজিত বসু। তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। গত বছরের আগস্ট মাসে জানা যায়, সিবিআই নোটিস পাঠিয়েছে সুজিত বসুকে। ৩১ আগস্ট তার হাজিরা দেওয়ার কথা জানা গিয়েছিল সিবিআই সূত্রে। কিন্তু সেই ৩১ আগস্ট সিবিআই দফতরে না গিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন সুজিত। সেখানে তিনি দাবি করেছিলেন, তিনি কোনও নোটিস পাননি। তার প্রশ্ন ছিল, “নোটিস পেলে তবে তো যাব?” তিনি আরও বলেছিলেন, “৪০ বছরের রাজনীতিতে কেউ কোনও দিন প্রশ্ন তুলতে পারেনি।”