কড়া প্রশ্নের মাঝে দুজনের চোখে চোখে কথা। কী বলছে দুজনে! ইডি জানতে চায় তাদের নীরব ভাষা। আদালতে রিপোর্ট পেশের আগে কোনও ফাঁক রাখতে চায়না ইডি। তাই এসএসসি দুর্নীতির তদন্তে কোটি কোটি কালো টাকা সহ ধৃত প্রাক্তন তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীকে একসাথে জেরা করছে ইডি।
২২ জুলাই থেকে ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত তাদের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার আগে জেরায় উঠে আসা তথ্য ঝালিয়ে নিতে ‘অপা’ কে মুখোমুখি বসিয়েছে ইডি।
অর্পিতা ও পার্থ (অপা) কে সিজিও কমপ্লেক্সের ছয় নম্বর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। মুখোমুখি বসিয়ে চার জনের ইডি আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন। মুলত যে প্রশ্নগুলি ইডির আধিকারিকরা করতে চাইছেন, যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে, সেটা কার টাকা? অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে কত সম্পত্তি রয়েছে? দু’জনের নামে আরও কটা অ্যাকাউন্ট আছে?
তদন্তে নেমে অপা ইউটিলিটি সার্ভিসেসের কথা জানতে পেরেছে ইডি। প্রায় ১০ বছর ধরে চলছিল অপা ইউটিলিটি সার্ভিসেস। তারা কী কাজ করত? সবটা জানতে চায় ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, দু’জনের উত্তরে অসঙ্গতি রয়েছে। গোটা জেরা প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হচ্ছে।