Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডির হাতে নুসরতের গোপন তথ্য

ব্যাঙ্ককর্মীদের ফ্ল্যাট প্রতারণা মামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার থেকে ভাতা পেতেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ (Nusrat Jahan) নুসরত…

Nusrat Jahan

ব্যাঙ্ককর্মীদের ফ্ল্যাট প্রতারণা মামলায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার থেকে ভাতা পেতেন অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ (Nusrat Jahan) নুসরত জাহান। তার নিয়োগপত্র ইতিমধ্যেই হাতে এসেছে তদন্তকারী অফিসারদের হাতে। সেই নিয়োগপত্রেই রয়েছে নুসরাতের ভাতার কথা। প্রসঙ্গত, গত মঙ্গলবার ৬ ঘণ্টা ২৯ মিনিটের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্স থেকে হাসতে হাসতে বের হতে দেখা যায় তৃণমূল সাংসদ নুসরত জাহানকে। তবে ফের ডাকা হয়েছে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিশেষ কিছু বলতে চাননি। তারপর ইডির হাতে নয়া তথ্য।

উল্লেখ্য, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থায় ৪০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন রূপলেখা মিত্র। রূপলেখা ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। সংস্থার বাকি ৬০ শতাংশ শেয়ার ছিল রাকেশ সিং-এর হাতে।

   

জানা যাচ্ছে, ২০১৬ সালে নিউটাউনে ব্যাঙ্ককর্মীদের জন্য কেনা জমি দেড় কোটি টাকায় বন্ধক দেয় রাকেশ সিং। সাউথ নর্থ প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কাছে ওই জমি বন্ধক রাখা হয়েছিল। চুক্তি হয়, এক বছরের মধ্যে আড়াই কোটি টাকা ফেরত দিয়ে ওই বন্ধক রাখা জমি ছাড়ানো হবে। সাউথ নর্থ প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার ডিরেক্টর পদম চাঁদ ভুটোরিয়া। এই পদম চাঁদ চলতি বছরের শুরু পর্যন্ত গোদাবরী কমোডিটিস নামে এক সংস্থার ডিরেক্টর ছিলেন।

Advertisements

সেই গোদাবরী কমোডিটিস সংস্থার আবার এক কর্মী মৃন্ময় মালাকার। এদিকে আবার পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা অনন্ত টেক্স ফ্যাব সংস্থার এক ডামি ডিরেক্টরও ছিলেন মৃন্ময়। এর আগে ওই ব্যক্তি দাবি করেছিলেন, তিনি গোদাবরী কমোডিটিস-এর কর্মী এবং সেখানকার উর্ধ্বতনদের নির্দেশে অর্পিতার সংস্থার ডিরেক্টর হয়েছিলেন তিনি। ছড়িয়ে রয়েছে দুর্নীতির জাল, নতুন যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News