নিয়োগ দুর্নীতি মামলা: কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ৪০ লাখ টাকার চার্জশিট দিল ইডি

মমতা সরকারের আরও এক মন্ত্রীর বিরুদ্ধে ইডি চার্জশিট। এই চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছ থেকে বিপুল বাজেয়াপ্ত টাকার কথা লেখা আছে। জানা যাচ্ছে ৪০ লাখ টাকার…

Governor's Approval Received, Court's big move against Chandranath Sinha

মমতা সরকারের আরও এক মন্ত্রীর বিরুদ্ধে ইডি চার্জশিট। এই চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছ থেকে বিপুল বাজেয়াপ্ত টাকার কথা লেখা আছে। জানা যাচ্ছে ৪০ লাখ টাকার চার্জশিট জমা দিয়েছে ইডি।

ইডি বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিটে চন্দ্রনাথ সিনহার ভূমিকা ও তার বাড়িতে তল্লাশি অভিযানের উদ্ধার হওয়া প্রায় ৪০ লক্ষ টাকার কথা উল্লেখ রয়েছে।

   

রাজ্য শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত মমতার সরকার। শিক্ষামন্ত্রী থাকাকালীন জেলে যান পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবীর ফ্ল্যাট থেকে বিপুল টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। বিব্রত মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে সরান। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার তদন্তে পার্থর পর চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিল ইডি।

কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা তৃণমূলের নেতা। তিনি বোলপুরের বিধায়ক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে জেরা করে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। এরপর চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মিলেছিল ৪১ লক্ষ টাকা। মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়। সেই ফোন খোলার জন্য গত শুক্রবার মন্ত্রীকে তলব করেছিল ইডি। তলব এড়িয়েছিলেন তিনি। দ্বিতীয়বার মন্ত্রীকে নোটিশ পাঠিয়ে ৩১ জুলাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

Advertisements

মন্ত্রীর কাছে তাঁর সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছিল ইডি। মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল। তবে মন্ত্রী ইডিকে জানিয়েছিলেন বৃহস্পতিবার যেতে না পারলেও শীঘ্রই কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আচমকা তিনি ইডি দফতরে আসেন।

২০২৪ সালের ২২ মার্চ
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জড়িত থাকার সম্ভাব্য প্রমাণের ভিত্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়ি চন্দ্রালয় ভবনে ঢুকেছিল ইডি। তার স্ত্রী কুন্তলা সিনহাকে ওইদিন জিজ্ঞাসাবাদ করা হয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News