SSC Scam: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা পার্থরই, প্রমাণ দিল ইডি

এসএসসিকাণ্ডে (SSC Scam) ফের নয়া মোড়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি। পার্থ ও অর্পিতার…

Partha Chatterjee, Arpita Mukherjee

এসএসসিকাণ্ডে (SSC Scam) ফের নয়া মোড়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি। পার্থ ও অর্পিতার বিরুদ্ধে বড়সড় প্রমাণ আদালতে পেশ করেছে ইডি (ED)।

নিয়োগ দুর্নীতি মামলায় ২২ জুলাই তাঁর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। সেদিনেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। পরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৮ কোটি টাকা নগদ সহ সোনার গয়না। প্রশ্ন উঠেছিল, এই টাকা কার? শোরগোল পড়ে যায় গোটা রাজ্যজুড়ে। আদালতের কাছে পার্থ চট্টোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করেছেন অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে তাঁর যোগ নেই। অর্পিতা জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটে থাকা টাকা সম্পর্কে তিনি কিছু জানতেন না। তাঁর অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছিল। এখন প্রশ্ন হল তাহলে ৫০ কোটির বেশী উদ্ধার হওয়া নগদ টাকা কার? আদালতের কাছে এবার এই নিয়ে তথ্য জমা দিল ইডি।

Advertisements

এবার ইডির আধিকারিকরা জানিয়েছেন, অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে, তা পার্থ চট্টোপাধ্যায়েরই। ইডির আধিকারিকরা আদালতের কাছে দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন চাকরির প্রক্রিয়া মেধার ভিত্তিতে নয়, সুপারিশে হয়েছিল। চাকরির বিনিময়ে ঘুষের টাকাই জমা পড়েছে ওখানে। এমনকি প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার নথিতে ইন্দ্রনীল ভট্টাচার্যের নাম পাওয়া গিয়েছে। যেখান থেকে স্পষ্ট স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে।